বাঞ্ছারামপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় সংহতি দিবস উপলক্ষে মাওলাগঞ্জ বাজার মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মূসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশ সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহআইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মহসিন, সদস্য গোলাম মোস্তফা, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সেলিম আক্তার, আবুল আইয়ূম, জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচএসজেড শুকরী সেলিম, অর্থ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক কামাল হোসেন, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম সেন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুস্তম আলী, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের রুহুল আমিন সরকার রাজীব, উপজেলা বিএনপি'র প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, ছাত্র বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ, সহ ছাত্র বিষয়ক সম্পাদক আবু কালাম, পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল বিন ইউসুফ সামি, বাঞ্ছারামপুর উপজেলা কৃষকদলের আহবায়ক ওয়াসী উদ্দিন মেহেদী, সদস্য সচিব আবুল হাসান ভূঁইয়া, শ্রমিক নেতা সজিবুর রহমান সজীব, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মো: আক্কাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুব হাসান, উপজেলা মহিলা দলের সভাপতি রুমা আক্তার, সাধারণ সম্পাদক তানজিম সুলতানা, পৌর মহিলা দলের সভাপতি বিউটি আক্তার, উপজেলা নবীন দলের আহ্বায়ক মাহবুব হাসান বাবু, সদস্য সচিব হৃদয় আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব লিটন সরকার, আশিকুর রহমান অন্তু, মোহাম্মদ শাহাদাত, মোহাম্মদ ইমন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম