ব্যালন ডি’অর ট্রফির লড়াইয়ে লামিন ইয়ামালকে পেছনে ফেলে জয়ী হয়েছেন ওসমান দেম্বেলে। ৩২১ পয়েন্টে প্রতিপক্ষের কাছে পরাজিত হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ ফুটবলার লামিন ইয়ামাল। ওসমান দেম্বেলে পেয়েছিলেন ১৩৮০ পয়েন্ট। ইয়ামাল পান ১০৫৯ পয়েন্ট। আরও একবার দুজন মুখোমুখি। এবার ফুটবলের সর্বোচ্চ বর্ষসেরা পুরস্কার ফিফা দ্য বেস্টের লড়াই। গত বৃহস্পতিবার গভীর রাতে ফিফার পক্ষ থেকে ১১ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর কেউ নেই। তবে ইয়ামাল-দেম্বেলের সঙ্গে লড়াইয়ে আছেন আশরাফ হাকিমি, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে, নুনো মেন্দেজ, কোল পালমার, পেদ্রি, রাফিনিয়া, মোহাম্মদ সালাহ এবং ভিতিনহা। গত মৌসুমে ওসমান দেম্বেলে পিএসজির জার্সিতে জয় করেছেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ফ্রেঞ্চ লিগ, ফ্রেঞ্চ কাপ, ফ্রেঞ্চ সুপার কাপ। পাশাপাশি ফিফা ক্লাব বিশ্বকাপে রানার্সআপ হয়েছেন। ফ্রান্সের হয়ে উয়েফা নেশন্স লিগে তৃতীয় হয়েছেন। ওসমান দেম্বেলে এসবের স্বীকৃতি হিসেবে পেয়েছেন ব্যালন ডি’অর ট্রফি। এদিকে লামিন ইয়ামাল বার্সেলোনার জার্সিতে গত মৌসুমে জয় করেছেন স্প্যানিশ লা লিগা, স্প্যানিশ কোপা দেল রে কাপ এবং স্প্যানিশ সুপার কাপ। উয়েফা নেশন্স লিগে স্পেনের জার্সিতে হয়েছেন রানার্সআপ। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনাল খেলেছেন। অর্জনের হিসেবে ওসমান দেম্বেলেই এগিয়ে আছেন। এ কারণেই তিনি জয় করেছেন ব্যালন ডি’অর ট্রফি। ফিফা দ্য বেস্টের ক্ষেত্রেও দেম্বেলেই হয়তো বিজয়ী হবেন! অবশ্য এখানে ভোটিং পদ্ধতি ভিন্ন হওয়ায় ফলাফলও ভিন্ন হতে পারে।
এদিকে মেয়েদের ফিফা দ্য বেস্টে মনোনয়ন পেয়েছেন কিছুদিন আগে ব্যালন ডি’অর জয়ী বার্সেলোনার স্প্যানিশ ফুটবলার আইতানা বোনমাতি। তার সঙ্গে অ্যালেক্সিয়া পুতেয়াস, ক্লো কেলি, লিয়াহ উইলিয়ামসনসহ আছেন মোট ১৭ জন। বর্ষসেরা পুরুষ দলের কোচ হওয়ার দৌড়ে পিএসজির লুইস এনরিকেসহ আছেন সাতজন। নারী দলের কোচ হিসেবে সেরা হওয়ার দৌড়ে ইংল্যান্ডের সারিনা ওয়েগম্যানসহ আছেন পাঁচজন।
মেসি ও রোনালদো বর্ষসেরা হওয়ার লড়াইয়ে না থাকলেও আছেন বর্ষসেরা একাদশের লড়াইয়ে। ৮৮ ফুটবলারের মধ্য থেকে সেরা একাদশ বেছে নেবে ফিফা। এ তালিকায় মেসি ও রোনালদোসহ ২২ জন ফরোয়ার্ড আছেন। ভোটের মাধ্যমে নির্বাচিত হবে সেরা একাদশ। ফিফার ওয়েবসাইটে গিয়ে দিতে হবে ভোট।