২০২৬ টি-২০ বিশ্বকাপের আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ২০ দলের আসর। এরই মধ্যে দুই আয়োজক দেশের আটটি ভেন্যু চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতের চূড়ান্ত পাঁচটি ভেন্যুর মধ্যে রয়েছে- আহমেদাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বাই। শ্রীলঙ্কার তিনটি ভেন্যুর মধ্যে পাল্লেকেলে ও কলম্বোর দুটি ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। দেশটি থেকে আরও একটি ভেন্যু পরে নির্ধারণ করা হবে। ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে দশম আসরের। বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচগুলোও অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায়। ভারত ও পাকিস্তানের মধ্যে চুক্তি অনুযায়ী এ সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এর আগে এশিয়া কাপেও নিরপেক্ষ ভেন্যুতে মুখোমুখি হয়েছিল প্রতিবেশী দুই দেশ। আয়োজক দুই দেশ ছাড়া ২০২৪ টি-২০ বিশ্বকাপের সেরা সাত দল- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সরাসরি মূল পর্বে জায়গা করে নিয়েছে। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ালিফাই করেছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ড। এ ছাড়া আমেরিকা অঞ্চল থেকে কানাডা, ইউরোপিয়ান অঞ্চলের নেদারল্যান্ডস ও ইতালি, আফ্রিকান অঞ্চল থেকে জিম্বাবুয়ে ও নামিবিয়া এবং এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে নেপাল, ওমান ও আরব আমিরাত আগামী টি-২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।