২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নিজেদের অস্তিত্ব নিয়ে শঙ্কায় পড়েছে বিজেপি। বিষয়টি নিয়ে এরই মধ্যে আঁটোসাঁটোভাবে কাজ শুরু করেছে বিজেপি। দলটির নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তীর মতে, এই ভোটই হবে টিকে থাকা ও মুছে যাওয়ার লড়াই। পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া শহরের ট্যাক্সিস্ট্যান্ডে বৃহস্পতিবার পরিবর্তন সভায় তিনি বলেন, ২০২৬-এর ভোটে জিততেই হবে, যেভাবেই হোক জিততে হবে। মিঠুন আরও বলেন, যদি এই ভোটে বিজেপি হেরে যায়, তাহলে দলের অস্তিত্বই শেষ হয়ে যাবে। প্রত্যেক জেলা, প্রত্যেক মঞ্চে মিঠুন যাচ্ছেন। কারণ হিসেবে তিনি সবাইকে এক হওয়ার বিষয়টি সামনে এনেছেন। বলেন, এখনই তাদের এক হতে হবে। একসঙ্গে না থাকলে কিছুই হবে না। জনতার উদ্দেশে বলেন, বিজেপি জিতলে আপনাদের জয়, আর আপনারা জিতলে বিজেপির জয়। ভোট পর্যন্ত ভুল বোঝাবুঝি ভুলে এক হয়ে লড়তে হবে। বড়পর্দার এই অভিনেতা বলেন, হাতজোড় করে অনুরোধ গোষ্ঠীদ্বন্দ্ব যা-ই থাকুক, অন্তত ভোট পর্যন্ত এক থাকুন।
-হিন্দুস্তান টাইমস