চট্টগ্রাম নগরী ও রাউজান উপজেলায় গুলিতে ছয় জন আহত হওয়ার আলাদা দুটি ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব সূত্র জানায়, গত বৃহস্পতিবার নগরীর বায়েজিদ থানার চালিতাতলি এলাকায় ইদ্রিস নামে প্রতিবন্ধী এক অটোরিকশা চালকের পায়ে গুলি করে দুর্বৃত্তরা। মাদক কারবারে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। আহতের দেওয়া তথ্যে আবাসিক এলাকায় অভিযান চালিয়ে আরমান আলী রাজ নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে গত বুধবার রাতে রাউজানের কোয়েপাড়া এলাকায় গোলাগুলি ও সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ হন। আহতরা হলেন- আবদুল্লাহ সুমন, মো. ইসমাইল, খোরশেদ আলম চৌধুরী, রবিউল হোসেন রুবেল ও মোহাম্মদ সোহেল। তারা স্থানীয়ভাবে বিএনপি ও অঙ্গসংগঠনের রাজনীতিতে সম্পৃক্ত। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নগরীর চকবাজার থানার চন্দনপুরা এলাকার একটি বাসা থেকে ইশতিয়াক চৌধুরী অভি, মাহমুদুল হক জ্যাকি ও মো. জনি নামে তিনজনকে র্যাব গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম