চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনে ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সমাবেশ করেছে বিএনপি।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে নাসিমন ভবন চত্বরে মহানগর বিএনপির কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন বলেন, এরশাদ উল্লাহর ওপর হামলা জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার গভীর ষড়যন্ত্রের অংশ। এটি শুধু একজন প্রার্থীর ওপর হামলা নয়—এটি দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকারের ওপর আঘাত।
তিনি প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারী ও তাদের পৃষ্ঠপোষকদের গ্রেফতার করতে হবে। অন্যথায় চট্টগ্রামসহ সারাদেশের দেশপ্রেমিক জনগণ কঠোর আন্দোলনে নামবে।
ব্যারিস্টার হেলাল আরও বলেন, হামলা, গুম, মামলা দিয়ে বিএনপিকে ভয় দেখানো যাবে না। জনগণের আন্দোলনকে দমন করার চেষ্টা করলে তার জবাব রাজপথেই দেওয়া হবে।
সমাবেশে মহানগর বিএনপির সদস্যসচিব মুহাম্মদ নাজিমুর রহমান বলেন, নির্বাচনী মাঠে ভয়ভীতি ও হামলার মাধ্যমে বিএনপিকে দমন করা যাবে না। প্রতিটি নেতাকর্মী এখন আরও ঐক্যবদ্ধ, আরও দৃঢ়প্রতিজ্ঞ। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করব।
সাবেক সদস্যসচিব আবুল হাশেম বক্কর বলেন, এ হামলা নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র। তবে আমরা ভয় পাই না—জনগণের শক্তিতেই সন্ত্রাসবাদের পতন ঘটবে।
সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা। উপস্থিত ছিলেন এমএ আজিজ, সৈয়দ আজম উদ্দিন, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, এসএম সাইফুল ইসলাম, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, শাহ আলম, আরইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম রাসেল, শিহাব উদ্দিন মোবিন, মঞ্জুরুল আলম মঞ্জু, এসএম আবুল ফয়েজসহ মহানগর, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে ঘোষণা দেওয়া হয় যে, হামলায় আহত নেতাকর্মীদের দ্রুত আরোগ্য কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় আগামী শনিবার (৮ নভেম্বর) মহানগর বিএনপির কার্যালয় সংলগ্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/মাইনুল