সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক’ পদে ধূমপায়ী বা মাদকসেবীরা আবেদন করতে পারবেন না। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বুধবার জারি করা নিয়োগ বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা দিয়েছে। এতে বলা হয়, ধূমপানসহ যে কোনো ধরনের মাদক সেবনের অভ্যাস থাকলে আবেদন করার প্রয়োজন নেই।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ২১৯ জন সহকারী শিক্ষক নিয়োগ দেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অনলাইনে আবেদনপত্র নেওয়া হবে ৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রামের প্রার্থীদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৩ এবং ২ নভেম্বর জারি করা হাইকোর্টের নির্দেশনা অনুসরণ করে করা হবে। নিয়োগ উপজেলা ভিত্তিতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। লিখিত পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) বিষয়ে।