রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে ‘বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলা’র ৬১তম আসর। দেশিবিদেশি ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে এ উৎসবে, যা বিদেশে পড়াশোনায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য অনন্য সুযোগ সৃষ্টি করেছে।
গতকাল সকালে আইসিসিবির রাজদর্শন হলে এ মেলার উদ্বোধন হয়। ৮ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থী প্রবেশের সুযোগ থাকবে। এ আয়োজনে গণমাধ্যম সহযোগী বাংলাদেশ প্রতিদিন।
আয়োজকরা জানিয়েছেন, মেলার মূল লক্ষ্য শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চশিক্ষার পথ আরও সহজ, নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ করা। তিন দিনের এ উৎসবে থাকবে অর্ধশতাধিক স্টল, সরাসরি পরামর্শ সেশন, বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের সুযোগ, অনস্পট স্কলারশিপ আবেদন, কোর্স ও ভিসাবিষয়ক দিকনির্দেশনা এবং বিভিন্ন বিষয়ে মুক্ত আলোচনা। দেশের শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচনে এ আন্তর্জাতিক শিক্ষামেলা ইতোমধ্যে সাড়া ফেলেছে। আয়োজনটি পরিচালনা করছে ফেয়ার কনভেনার সলিউশনস লিমিটেড।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মাহমুদ গালিব বলেন, ‘এ আয়োজন শুধু একটি মেলা নয়, এটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী যেন সঠিক পরামর্শ ও দিকনির্দেশনা পেয়ে তাদের স্বপ্নের দেশে পৌঁছাতে পারে।’ আয়োজনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আয়ারল্যান্ড এডুকেশন অফিস, এডভার্স, এডুকেশন প্ল্যানেট, অস্ট্রেলিয়ান এডুকেশন প্ল্যানেট, ব্রিটিশ কানাডা রিসার্চ সেন্টার, ফাইন অ্যানসার, ফেইথ ওভারসিজ, ডি সি এস এডুকেয়ার, স্যাঙ্গেন এডুকেশন, এডিউলেন্স, ইউনিভার্সাল এডুকেশন, ওয়ান ক্যারিয়ার গ্লোবাল, ড্রিম স্টাডি ইন্টারন্যাশনাল, ইউনিগ্লোব কনসাল্টিং, এডু এইমার্স, ডয়েন অ্যাসোসিয়েটস এবং ঢাকা আইইএলটিএস সেন্টার।
একই সঙ্গে গতকাল আইসিসিবির এক্সপো ভিলেজে শুরু হয়েছে বাংলাদেশ ইলেকট্রিক যান ও মোবিলিটি এক্সপো এবং বাংলাদেশ আন্তর্জাতিক চিকিৎসা প্রদর্শনী মেলা। তিন দিনব্যাপী প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে দেখা যাচ্ছে বৈদ্যুতিক যান, নবায়নযোগ্য শক্তি ও আধুনিক চিকিৎসা প্রযুক্তির বিস্তৃত প্রদর্শন।
স্যাভার ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. খোরশেদ আলম। উপস্থিত ছিলেন আকিজ মোটরসের প্রধান নির্বাহী এস কে আমিনউদ্দিন, বাংলাদেশ মেডিকেল ইনস্ট্রুমেন্টস অ্যান্ড হসপিটাল ইকুইপমেন্ট ডিলার অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শরীফ উদ্দিন আহমেদ, স্যাভার ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়জুল আলম প্রমুখ।
মেলায় অংশ নিয়েছে দেশিবিদেশি শীর্ষ প্রতিষ্ঠান টাইকন, ওয়ালটন, আকিজ, বিওয়াইডি, সানরা, রাইডোসহ অনেকে। বৈদ্যুতিক যানবাহনের নতুন সম্ভাবনা তুলে ধরতে এ আয়োজন। দর্শকের নজর কাড়ছে আকিজের তৈরি বৈদ্যুতিক স্কুটার, পণ্য পরিবহন ভ্যান ও ক্লাব কার, যা দেশি প্রযুক্তিতে তৈরি পরিবেশবান্ধব পরিবহনের ভবিষ্যৎ দিক নির্দেশ করছে। প্রদর্শনীতে বৈদ্যুতিক যানবাহনের পাশাপাশি রয়েছে চার্জিং অবকাঠামো, সোলার শক্তি ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তির নানান উদ্ভাবন। এ ছাড়া চিকিৎসা সরঞ্জাম, ল্যাব প্রযুক্তি, ফিজিওথেরাপি যন্ত্রপাতি ও বিভিন্ন চিকিৎসা উপকরণ মেলায় প্রদর্শন করা হচ্ছে।
এ ছাড়া আইসিসিবির নবরাত্রি হলে গতকাল শেষ হয়েছে ‘বাংলাদেশ ডেনিম এক্সপো’র ১৯তম আসর। শেষ দিনেও দর্শনার্থীর ভিড় ছিল চোখে পড়ার মতো। এবারের আসরে বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান, তুরস্ক, স্পেন, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, জার্মানি, সংযুক্ত আরব আমিরাতসহ ৪৫টির বেশি প্রতিষ্ঠান অংশ নেয়। দুই দিনের এ এক্সপোতে ডেনিম ও নন-ডেনিম পণ্য, গার্মেন্টস প্রস্তুতকারক, সুতা উৎপাদক, ওয়াশিং ও লন্ড্রি, অ্যাকসেসরিজ ও ট্রিমস, কেমিক্যালস, মেশিনারি, প্রযুক্তি ও লজিস্টিকস প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। সর্বশেষ উদ্ভাবন, টেকসই প্রযুক্তি ও বৈচিত্র্যময় পণ্যের প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশের সক্ষমতা এবং বৈশ্বিক ডেনিম বাজারে শক্তিশালী অবস্থান তুলে ধরা হয়েছে।