শীর্ষ বাছাই ইগা সুয়াটেককে হারিয়ে ডব্লিউটিএ ফাইনালের সেমিফাইনাল নিশ্চিত করেছেন আমান্ডা আনিসিমোভা। উইম্বলডন ও ইউএস ওপেনের ফাইনালিস্ট আমেরিকান এ তারকা প্রথমবারের মতো খেলছেন এ টুর্নামেন্ট। বুধবার রিয়াদের কিং সৌদ ইউনিভার্সিটির ইনডোর অ্যারেনায় তিনি ৬-৭, ৬-৪, ৬-২ গেমে পরাজিত করেছেন ছয়বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী পোলিশ তারকা সুয়াটেককে। এর মধ্য দিয়ে এই চতুর্থ বাছাই সেরেনা উইলিয়ামস গ্রুপে রাইবাকিনার পরে রয়েছেন। শেষবার উইম্বলডনের ফাইনালে ইগার কাছে হেরে কান্নায় ভেঙে পড়েন আমান্ড। পরে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে ইগাকে হারান তিনি।