আর্চারি এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ঢাকায় এসেছেন ফিলিস্তিনি মেয়ে রাশা ইয়াহিয়া। বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ এই আর্চার বলেন, ‘এখানে আমরা একটা দল হয়ে এসেছি। আমাদের আকাঙ্ক্ষা শুধু এখানে আসা নয়, প্রতিযোগিতায় অংশ নেওয়া নয়, এখানে প্রতিদ্বন্দ্বিতা করার, ভালো পারফরম করার এবং লড়াই করে সেরাদের পেছনে ফেলার লক্ষ্য নিয়েই আমরা এসেছি।’ নিজের শহর গাজা নিয়ে রাশা বলেন, ‘গাজা আমার শহর। একজন ফিলিস্তিনি হিসেবে সেখানকার বর্তমান পরিস্থিতি ভালো নয়, তার পরও আমরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, পতাকা উঁচিয়ে ধরি, তখন আমরা ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করি। এজন্য আমাদের সবাই সাধুবাদ জানায়।’