শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি কমপ্লেক্সের অডিটরিয়ামে শেকৃবি শাখা ছাত্রশিবির এ আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন শেকৃবি শাখা শিবিরের সভাপতি আবুল হাসান। এতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি ও শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমসহ শেকৃবি শিবিরের নেতাকর্মীরা।
ডাকসুর সহ-সভাপতি সাদিক কায়েম বলেন, দেশের কৃষি শিক্ষা এখনো পুরোনো কাঠামোর ওপর পরিচালিত হচ্ছে। এর ফলে দক্ষ ও নৈতিক জনশক্তি গড়ে উঠছে না। কৃষি উন্নয়নে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে হবে এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার জরুরি। ইসলামী ছাত্রশিবির ইতোমধ্যে শিক্ষা সংস্কারের জন্য ৩০ দফা দাবি উত্থাপন করেছে।
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ভালো মানুষ হওয়ার জন্য যেমন ক্যাম্পাসে সব সুযোগ আছে, তেমনি খারাপ দিকও আছে। তাই লক্ষ্য ও আদর্শের প্রতি অবিচল থেকে এগিয়ে যেতে হবে। ন্যায়ের পক্ষে দাঁড়ানো এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা আমাদের কর্তব্য। প্রয়োজনে জীবন দিয়েও ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। তবেই আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
সভাপতির বক্তব্যে শেকৃবি শিবিরের সভাপতি আবুল হাসান বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রশিবির সবসময় ঐক্যবদ্ধ। দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় থেকে অন্যায় ও দুর্নীতি দূর করতে হবে। শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় এবং ন্যায্য দাবি আদায়ে ছাত্রশিবির পাশে থাকবে।
অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের হাতে কুরআন, স্টিকার ও অন্যান্য উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/মাইনুল