উত্তরা বিশ্ববিদ্যালয় ও বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-এর প্রক্টরিয়াল টিমের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সহযোগিতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উত্তরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ক্যাম্পাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষা, শিক্ষার্থীদের কল্যাণে কার্যক্রম পরিচালনা এবং শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি ক্যাম্পাস মনিটরিং ও শৃঙ্খলা ব্যবস্থাপনা নিয়ে অভিজ্ঞতা বিনিময় হয়।
উত্তরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ. এস. এম. শাহাবুদ্দিন বলেন, দুই প্রতিষ্ঠানের সহযোগিতা শিক্ষার্থীদের মানসিক দৃঢ়তা বাড়াতে ভূমিকা রাখবে। ভবিষ্যতে ‘মাইন্ড ওভার মাসল’ বিষয়ে যৌথ কর্মশালা আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
বিইউএফটির প্রক্টর ড. এস. এম. আখতারুজ্জামান বলেন, এই অংশীদারিত্ব একাডেমিক উৎকর্ষতা ও উদ্ভাবনের প্রতীক। ভবিষ্যতে পারস্পরিক বিকাশের জন্য এ সহযোগিতা স্থায়ীভাবে বজায় থাকবে।