রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে দাঁড়ানোর কথা জানিয়েছেন। ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবেন বলে আশাবাদী তিনি। গতকাল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিজ কার্যালয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরানোর আপিল শুনানি নিয়ে ব্রিফ করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি ভোট করব। আমি ওইখানের নমিনেশন চেয়েছি। অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনো, এ পদ ছেড়ে আমি ভোট করব। যখন সময় আসবে তখন করব।’ বিএনপি থেকে নমিনেশন পাবেন কি না-প্রশ্নে বলেন, ‘আমি আশাবাদী।’
ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছর ৮ আগস্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান। তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকারবিষয়ক সম্পাদক এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। সোমবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ২৩৭ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে ঘোষণায় ঝিনাইদহ-১ আসনে মনোনীত প্রার্থীর নাম ছিল না।