ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, ‘জনগণের প্রত্যাশা পূরণে আমরা বদ্ধপরিকর। বিএনপির গণজোয়ারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই আর টিকবে না। গণতন্ত্রের বিপক্ষে দাঁড়িয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করলে, জনগণ তা রুখে দেবে।’
বুধবার ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি, অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র ও সাবেক মন্ত্রী সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি একথা বলেন।
নবীউল্লাহ নবী বলেন, ‘সাদেক হোসেন খোকা অবিভক্ত ঢাকার প্রাণপ্রিয় অভিভাবক হিসেবে মানুষের হৃদয়ে জায়গা করে আছেন। তিনি জনকল্যাণে বহু কাজ করে গেছেন, তার অবদান ঢাকাবাসী কখনো ভুলবে না। তিনি ছিলেন কর্মী অন্তপ্রাণ। সুখে-দুঃখে নেতা-কর্মীদের পাশে দাঁড়াতেন তিনি, গণতন্ত্রের সব আন্দোলনেই ছিলেন প্রথম সারিতে।’
তিনি বলেন, ‘১৭ বছর রাজপথে নির্যাতিত, ত্যাগী ও সংগ্রামী কর্মীদের চোখে আজ আশার আলো জ্বলেছে। প্রাণের নেতা তারেক রহমান আমাদের হাতে ধানের শীষের প্রতীক তুলে দিয়ে তৃণমূল নেতাকর্মীদের দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামের স্বপ্নকে মূল্যায়ন করেছেন।’
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল আয়োজিত এ অনুষ্ঠানে নবীউল্লাহ নবী আরও বলেন, ‘তারুণ্য-নির্ভর আগামীর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময়। সব ষড়যন্ত্রকে রুখে দিয়ে ফেব্রুয়ারির নির্বাচনকে যে কোনো মূল্যে আমাদের সফল করতে হবে।’
বিডি-প্রতিদিন/শআ