পুণ্যস্নানের মধ্য দিয়ে সুন্দরবনের দুবলার চরে শেষ হলো হিন্দু ধর্মাবলম্বীদের তিন দিনব্যাপী রাস উৎসব। গতকাল ভোরের আলোয় চারপাশ আলোকিত হতে শুরু করলে জোয়ারের টানে বাড়তে থাকে সাগরের পানি। এ সময় হাজার হাজার নারী-পুরুষ ছুটে যান সাগর কিনারে। সেখানে সারি সারি বসে শুরু করেন উপাসনা। এরপর সাগরের পানিতে স্নান করেন।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সুন্দরবনের আলোরকোলে রাধা-কৃষ্ণের মন্দিরে অনুষ্ঠিত হয় রাস পূজা। ওই পূজা ও স্নানে অংশ নিতে হাজার হাজার পুণ্যার্থী জড়ো হন দুবলার চরে। এবার রাস উৎসবে মেলার আনুষ্ঠানিক অনুমতি না থাকলেও বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। ঢাকঢোল আর শঙ্খের ধ্বনিতে ধর্মীয় বিশ্বাস ও ভক্তির জায়গা মেলে মন্দির প্রাঙ্গণে।
প্রায় ২০০ বছর ধরে রাস পূর্ণিমার তিথিতে রাস উৎসব অনুষ্ঠিত হয়। এবার প্রায় ১৪ হাজার পুণ্যার্থী দুবলার চরের রাস উৎসবে যোগ দেন। রীতি অনুযায়ী গতকাল সূর্যোদয় দেখে ভক্তরা সমুদ্রের জলে ফল ভাসিয়ে দেন। কেউবা বাদ্যযন্ত্র বাজিয়ে ভজন-কীর্তন পরিবেশন করেন। শারদীয় দুর্গোৎসবের পর পূর্ণিমার রাতে বৃন্দাবনবাসী গোপীদের সঙ্গে রাসনৃত্যে মাতেন শ্রীকৃষ্ণ। এ উপলক্ষেই দুবলায় পালিত হয়ে আসছে রাস উৎসব।