ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস জার্মানির ন্যাশনাল ভিসা ছাড়া অন্য দেশের ভিসা আবেদন গ্রহণ করে না। গতকাল দূতাবাসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
দূতাবাস জানায়, অনেক আবেদনকারী ভুল বুঝে জার্মান দূতাবাসে অন্য শেনজেন দেশের ন্যাশনাল ভিসা আবেদন জমা দিতে আসেন। দূতাবাস এস্তোনিয়ার কর্মসংস্থান ভিসা আবেদন নিয়েও কাজ করে না। সব আবেদনকারীকে অফিশিয়াল নির্দেশনা অনুসরণ করে সঠিক ভিসা সেন্টার বা দূতাবাসে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।