পোস্টাল ব্যালটে ভোটিংয়ের জন্য বেশি ‘ডকুমেন্ট’ না দিয়ে প্রবাসীদের নিবন্ধন সহজ করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। সেই সঙ্গে গণভোট যেন গৌণ না হয় সেজন্য সংসদ নির্বাচনের আগে করার দাবি রয়েছে দলটির। ভোটে বিদ্যমান স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো সশস্ত্র বাহিনীর ভূমিকাও চায় তারা। গতকাল বিকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ। দুই সদস্যের প্রতিনিধিদল সিইসির সঙ্গে বৈঠক করে।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল জানান, আগের বৈঠকের আলোচনার ১৮ দফা প্রস্তাবের কিছু কিছু বিষয়ে সিইসির কাছে অগ্রগতি জেনেছেন। ফেব্রুয়ারিতে যে নির্বাচনের টাইমলাইন ঠিক হয়েছে, তাঁরা এ টাইমে নির্বাচন হোক চান। প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরে পোস্টাল ভোটিংয়ের উদ্যোগকেও স্বাগত জানায় জামায়াত। তিনি বলেন, পোস্টাল ভোটিং অ্যাপে নিবন্ধনের শর্তে পানির বিল, বিদ্যুতের বিলসহ নানান জটিলতা যেন বাদ দেওয়া হয়। কমিশন নিশ্চিত করছে, এটা এনসিউর করবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গণভোটের বিষয়ে আটটি দল ৩ নভেম্বর বসেছিলাম। পাঁচ দফা দাবির মধ্যে আদেশ জারির বিষয়ে ফোকাস দিয়েছি আমরা। দেরি হয়ে যাচ্ছে। সপ্তাহ পার হলেও দ্রুত জারির জন্য বলেছি। গণভোট এ আদেশকে শক্তিশালী করবে।’ জামায়াতের অবস্থান তুলে ধরে তিনি জানান, এ গণভোট যেনতেনভাবে যেন না হয়। এক দিনে ভোট হলে যেনতেনভাবে হবে। সংসদ নির্বাচন ও গণভোট হলে নানান জটিলতা হবে। সবার অ্যাটেনশন থাকবে প্রার্থীর দিকে। গণভোট গৌণ হয়ে যাবে। পাতানো ফাঁদে পা দেওয়ার সুযোগ নেই। নির্বাচনের আগে যে কোনো দিন হতে হবে।’
হামিদুর রহমান আযাদ বলেন, ‘ইসি বলেছে সরকারের নির্দেশনা অনুযায়ী বাস্তবায়ন করবে। বৃহস্পতিবার (আজ) সকালে স্মারকলিপি দেব প্রধান উপদেষ্টার কাছে। দাবি সুস্পষ্ট-গণভোট যেন সংসদ নির্বাচনের আগে এবং পৃথক দিনে হয়।’
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় জামায়াতের কমিটি : নির্বাচনি কাঠামো, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বিষয়ে ‘সমঝোতামূলক রূপরেখা’ তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কমিটি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে নির্বাহী পরিষদের সভায় দুই সদস্যের এ কমিটি করা হয়। গতকাল মিডিয়া বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কমিটির সদস্যরা হলেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ।