রাজধানীর কদমতলীর পোস্তগোলা ব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় শাকিব হোসেন (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শাকিব হোসেন কুষ্টিয়া জেলার কুমারখালী বহন বাড়িয়া কৃষক মজিবর রহমানের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। বর্তমানে নারায়ণগঞ্জের পাগলা এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন তিনি।
নিহতের চাচাতো ভাই সাবু হোসেন বলেন, শাকিবের স্ত্রী হালিমা বেগম ১০-১৫ দিন আগে গ্রামের বাড়িতে গিয়েছিল। আজ গ্রাম থেকে ঢাকায় আসবে। তাদেরকে আনতে শাকিব নারায়ণগঞ্জ পাগলা থেকে পোস্তগোলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে কদমতলী থানা পুলিশের সহযোগিতায় সেখান থেকে তাকে উদ্ধার করে রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
সাবু হোসেন আরো বলেন, ট্রাকসহ চালক কদমতলী থানায় আটক আছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম