রক্ষণশীলতার বেড়াজাল ভেঙে সামাজিক খাতে ব্যাপক পরিবর্তন আনার লক্ষ্যে সৌদি আরবে শিল্প-সংস্কৃতির বিকাশে বিদ্যালয় পর্যায়ে সংগীত শিক্ষা চালু করতে সরকার হাতে নিয়েছে ব্যাপক কর্মসূচি। এর অংশ হিসেবে আরও ১৭ হাজার নারী শিক্ষককে দেওয়া হচ্ছে সংগীত শিক্ষার পেশাগত প্রশিক্ষণ। সূত্র : গালফ নিউজ।
সৌদি শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির মূল উদ্দেশ্য শিশুদের ছোটবেলা থেকেই সংগীত ও শিল্পের সঙ্গে পরিচিত করা। ২০২২ সালের শেষ দিকে দুই মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মিউজিক কমিশনের উদ্যোগে এ প্রকল্পের সূচনা হয়। প্রথম ধাপে সরকারি ও বেসরকারি কিন্ডার গার্টেনের ১২ হাজারেরও বেশি নারী শিক্ষক প্রশিক্ষণ নিয়েছিলেন। এবার শুরু হলো দ্বিতীয় ধাপ, যেখানে আরও ১৭ হাজার নারী শিক্ষক সংগীত শিক্ষার প্রশিক্ষণ পাবেন। এ প্রশিক্ষণকে সৌদি সরকার একটি ‘সাংস্কৃতিক দক্ষতা উন্নয়ন কৌশল’ হিসেবে দেখছে। এর মাধ্যমে শিশুদের তাল-লয়, সুর, বাদ্যযন্ত্রের মৌলিক ধারণা এবং স্থানীয় সংগীত ঐতিহ্যের সঙ্গে পরিচিত করা হবে। এ উদ্যোগ সৌদি শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ নীতি অনুসারে বাস্তবায়িত হচ্ছে। লক্ষ্য একটাই, সংগীতসহ অন্যান্য শিল্পকে ধীরে ধীরে বিদ্যালয়ের মূল পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা।
জানা গেছে, নতুন প্রশিক্ষণপ্রাপ্ত নারী সংগীত শিক্ষকরা মূলত কিন্ডার গার্টেন ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগীত শিক্ষা দেবেন। তারা গান, তাল-লয়, বাদ্যযন্ত্র ও স্থানীয় লোকসংগীত শেখাবেন, যাতে শিশুদের মনন ও সৃজনশীলতা বিকশিত হয়।