পুরান ঢাকার ওয়ারীর একটি অফিস থেকে সাইদুর রহমান হেলাল (৪৪) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সাইদুর রহমান ‘আম্বার সায়েন্টিফিক’ নামে একটি কেমিক্যাল দোকানের মালিক।
মঙ্গলবার রাত পৌনে ১২টায় ওয়ারীর ২৬ হাটখোলা রোডের দেলোয়ার কমপ্লেক্সের চতুর্থ তলায় নিজ অফিস থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। ওয়ারী থানার এসআই জাকারিয়া খান জানান, রাতেই খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়। তিনি জানান, পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়- সামসুজ্জোহা সম্রাট নামে এক ব্যক্তির সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করতেন সাইদুর। ওই ব্যক্তির কাছে বেশ কিছু টাকা ঋণী হয়ে পড়েছিলেন তিনি। এই টাকার জন্য প্রায়ই তাকে চাপ দেওয়া হতো। এ ঘটনার জেরে রাতে নিজ অফিসে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। জানা গেছে, এ ঘটনায় সাইদুর রহমানের ভাই আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে সামসুজ্জোহা সম্রাটের বিরুদ্ধে মামলা করেছেন।