লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় একজন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন একজন।
ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা আরও জোরদার করার হুঁশিয়ারি দেওয়ার পর এ ঘটনা ঘটেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এ প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলের বুর্জ রেহালে একটি গাড়িতে ‘ইসরাইলি শত্রুর হামলায়’ একজন নিহত এবং একজন আহত হয়েছেন।
লেবাননের রাষ্ট্রীয় জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, হামলাটি একটি স্কুলের কাছে রাস্তায় আঘাত হানে। ফলে শিক্ষার্থীদের মধ্যে ‘আতঙ্ক ও ভীতি’ ছড়িয়ে পড়ে।
ইসরায়েলি সেনাবাহিনী এই ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে এক বছরের বেশি সময় ধরে যুদ্ধের পর ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। যুদ্ধবিরতির পরও ইসরায়েল বারবার লেবাননে বোমা হামলা চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে হামলার মাত্রা আরও বেড়েছে।
রোববার ইসরায়েল সতর্ক করে বলেছে, তারা হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা আরও জোরদার করবে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, হিজবুল্লাহ ‘আগুন নিয়ে খেলছে, আর লেবাননের প্রেসিডেন্ট সময়ক্ষেপণ করছেন।’
যুদ্ধ চলাকালে হিজবুল্লাহ মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে এবং যুক্তরাষ্ট্র লেবাননকে ইরান-সমর্থিত এই গোষ্ঠীকে নিরস্ত্র করার জন্য চাপ দিয়েছে।
মঙ্গলবার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইসরায়েলের সঙ্গে আলোচনার আহ্বান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘ইসরায়েল এখনো তার অবস্থান স্পষ্ট করেনি এবং হামলা চালিয়ে যাচ্ছে।’
বিডি প্রতিদিন/নাজিম