রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলামকে যৌন হয়রানির অভিযোগের পর বিভিন্ন একাডেমিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে বিভাগের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নোটিশে বলা হয়েছে, ড. শাকিবুল ইসলামের তত্ত্বাবধানে থাকা ৪র্থ বর্ষ ২য় সেমিস্টারের কোর্সসমূহ পুনর্বণ্টন করা হবে। তিনি আর ডিএসএম৪২০৭ কোর্সের গবেষণা প্রকল্পের সুপারভাইজার বা পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন না। এছাড়া তাকে চলতি শিক্ষাবর্ষের সব একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এমএসসি ২০২৪–২৫ প্রোগ্রামের সঙ্গেও তার কোনো সংশ্লিষ্টতা থাকবে না।
অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে ৪র্থ বর্ষের পরীক্ষার কমিটি থেকেও তাকে অব্যাহতি দিয়ে অন্য শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ২০২০–২১ সেশনের এক নারী শিক্ষার্থী অভিযোগ দায়ের করার পর আমরা জরুরি বৈঠক ডেকে সিদ্ধান্ত নিয়েছি। ভুক্তভোগী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছেও অভিযোগ করেছেন এবং বিষয়টি যৌন নিপীড়ন সেলে উত্থাপিত হয়েছে।
এ বিষয়ে যৌন নিপীড়ন সেলের সদস্য সচিব ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. ইলিয়াছ প্রামানিক বলেন, অভিযোগের ভিত্তিতে ১০ দিনের মধ্যে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গত ২ নভেম্বর (রবিবার) এক ছাত্রী প্রক্টর ড. ফেরদৌস রহমান, যৌন নিপীড়ন সেলের সদস্য সচিব ড. ইলিয়াছ প্রামানিক এবং বিভাগীয় প্রধানের কাছে লিখিতভাবে যৌন হয়রানির অভিযোগ দায়ের করেন বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/সুজন