জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ নতুন তিন দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অন্য দুই দল হচ্ছে- বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ও বাংলাদেশ আমজনগণ পার্টি। আজ পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পর, ১২ নভেম্বর পর্যন্ত দাবি-আপত্তি নিষ্পত্তি করে নিবন্ধনের চূড়ান্ত সনদ দেবে ইসি।
প্রতীক হিসেবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি পাচ্ছে ‘শাপলা কলি’, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) পাচ্ছে ‘কাঁচি’ এবং বাংলাদেশ আমজনগণ পার্টি পাচ্ছে ‘হ্যান্ডশেক’। গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ নিশ্চিত করেছেন। পাশাপাশি গতকাল নির্বাচন কমিশন থেকে সন্ধ্যায় ভিন্ন ভিন্ন তিন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইসি সচিব বলেন, ১২ নভেম্বর দাবি-আপত্তি নিষ্পত্তির সময় শেষ হবে। এরপর রাজনৈতিক দল নিবন্ধনের চূড়ান্ত গেজেট ১৪-১৫ নভেম্বরের মধ্যে প্রকাশ করা হবে বলে আশা করা যায়। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে ইসি। নতুন দলের নিবন্ধন গেজেট প্রকাশ করার কথা ছিল সেপ্টেম্বরের মধ্যে। চলতি বছরের ১০ মার্চ নিবন্ধনপ্রত্যাশী নতুন দলের কাছ থেকে আবেদন আহ্বান করে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি। এক দফা সময় বাড়ানোর পর ২২ জুনের মধ্যে ১৪৩টি দল আবেদন করে। নিবন্ধন শর্ত পূরণে ব্যর্থতায় প্রাথমিক বাছাইয়ে ঝরে পড়ে ১২১টি দল। বাকি ২২টি দলের বিষয়ে সরেজমিন তদন্ত করে ইসির এ সংক্রান্ত কমিটি। ৩০ সেপ্টেম্বর জানানো হয়, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরপর শুরু হয় প্রতীক নিয়ে জটিলতা। শাপলা প্রতীক নিয়ে অনড় অবস্থানের মধ্যে নির্বাচন কমিশন প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করে। শেষ পর্যন্ত এ প্রতীকেই রাজি হয়েছে এনসিপি। আর জাতীয় লীগের নিবন্ধন নিয়ে এনসিপির অভিযোগের মধ্যে অক্টোবরের মাঝামাঝি ফের তদন্তে নামে ইসি। সেই সময় নিবন্ধনের পথে টিকে থাকা ১০টি দলের মাঠপর্যায়ের তথ্য পুনরায় তদন্ত করার কথা জানিয়েছিল নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থাটি। পুনঃতদন্তে নিবন্ধনের তালিকা থেকে জাতীয় লীগ বাদ পড়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, পুনঃতদন্ত করে রাজনৈতিক কর্মকাণ্ডের, ভোটে অংশগ্রহণ ও অতীত নির্বাচন সংক্রান্ত কার্যক্রমে জাতীয় লীগের ধারাবাহিকতা পাওয়া যায়নি। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিকে (বিএনআইপি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে গত ২ সেপ্টেম্বর ইসিকে নির্দেশ দেয় হাই কোর্ট। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আদালতের আদেশের অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন ইসি কর্মকর্তারা। বর্তমানে ৫৩টি দলের নিবন্ধন রয়েছে; স্থগিত রয়েছে আওয়ামী লীগের, বাতিল রয়েছে ফ্রিডম পার্টি, ঐকবদ্ধ নাগরিক আন্দোলন ও পিডিপির নিবন্ধন।