দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. মনজুরুল ইসলামকে বীরগঞ্জ ও কাহারোলে ব্যাপক সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার দলীয় মনোনয়নের চিঠি পাওয়ার পর ঢাকা থেকে রওনা হয়ে দুপুর আড়াইটার দিকে তিনি দিনাজপুরের দশমাইল মোড়ে পৌঁছান। তার আগমণকে ঘিরে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা দশমাইল মোড়ে সমবেত হতে থাকেন, যা এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়।
দশমাইল মোড়ে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন। পরে বিশাল গাড়িবহরটি কাহারোল মোড়ে পৌঁছালে সেখানে অপেক্ষমাণ জনতার উদ্দেশে ভাষণ দেন তিনি। সবশেষে শোভাযাত্রা বীরগঞ্জ উপজেলা সদরে পৌঁছালে কলেজ গেটের সামনে আয়োজিত সমাবেশে তিনি প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।
বিডি প্রতিদিন/হিমেল