অনুদানপ্রাপ্ত ১ হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ-সংক্রান্ত ফাইলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্বাক্ষর করেছেন। আগামী সপ্তাহের শুরুতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সূত্র এ তথ্য জানায়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মাদ্রাসা অনুবিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির ফাইলে স্বাক্ষর করা হয়েছে বলে জেনেছি। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ফাইল শিক্ষা উপদেষ্টার দপ্তরে যাবে। এরপর তা আমাদের কাছে আসবে। শিক্ষা উপদেষ্টা বর্তমানে দেশের বাইরে রয়েছেন। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ফাইল আসার পর আমরা দ্রুত প্রজ্ঞাপন জারি করার চেষ্টা করব।’
তথ্যমতে গত ২৮ জানুয়ারি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করার ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। এরপর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এমপিও নীতিমালা প্রকাশ করা হয়। দীর্ঘদিনেও তা বাস্তবায়ন না করায় টানা ২২ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করছেন ইবতেদায়ি শিক্ষকরা। সরকারের তরফে আশ্বাস এবং আলোচনা সত্ত্বেও এখনো দাবি পূরণ না হওয়ায় শিক্ষকরা আন্দোলন করে আসছেন। গতকালও জাতীয়করণ দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।