লালমনিরহাটের হাতীবান্ধায় সরকারি জমি দখল করে নির্মিত দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। গতকাল সকালে সিন্দুর্ণা ইউনিয়নের হাটখোলা বাজার এলাকায় এ অভিযান চালান ইউএনও শামীম মিঞা ও সহকারী কমিশনার (ভূমি) রন্টি পোদ্দার। স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি জমিতে গড়ে উঠা বাজার থেকে বার্ষিক ইজারা আদায় করে সরকার। ইউএনও শামীম মিঞা বলেন, বাজারের সেটঘর সংস্কার এবং প্রকৃত ব্যবসায়ীদের পুনর্বাসন করা হবে।