চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১০টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা করেন। ঘোষিত ১০টি আসনের মধ্যে ৫টি আসনেই এসেছে নতুন। যারা বিগত সময়ে আন্দোলন সংগ্রামে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। আবার কয়েকটি আসনে প্রার্থী নিয়ে কিছুটা তৃণমূলে অসন্তোষ দেখা যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রামের ঘোষিত ১০টি আসনের প্রার্থীরা হলেন, চট্টগ্রাম-১ আসনে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান, চট্টগ্রাম-২ আসনে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ আসনে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কাজী সালাহউদ্দীন, চট্টগ্রাম-৫ আসনে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন, চট্টগ্রাম-৭ আসনে বিএনপির কেন্দ্রীয় সদস্য হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ আসনে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১০ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১২ আসনে দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম, চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির কেন্দ্রীয় সদস্য সরওয়ার জামাল নিজাম ও চট্টগ্রাম-১৬ আসনে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
এদের মধ্যে নতুন মুখ হিসেবে এবারই প্রথম ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য পদে নির্বাচনের মাঠে লড়বেন চট্টগ্রাম-২ আসনে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ আসনে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কাজী সালাহউদ্দীন, চট্টগ্রাম-৫ আসনে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন, চট্টগ্রাম-৭ আসনে বিএনপির কেন্দ্রীয় সদস্য হুম্মাম কাদের চৌধুরী ও চট্টগ্রাম-১৬ আসনে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
এদিকে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর পরিবর্তে তারই এক সময়ের ঘনিষ্ট অনুসারী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কাজী সালাউদ্দীনের মনোনয়ন পাওয়াটা অনেকটা চমক হিসেবে দেখছেন। চট্টগ্রাম-৯ আসনে প্রথমে চট্টগ্রাম-৮ আসনে নির্বাচন করা আবু সুফিয়ানের নাম ঘোষণা করলেও পরে তা স্থগিত করা হয়। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, চট্টগ্রাম-৯ আসনে দীর্ঘদিন ধরে কাজ করছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। তার পরিবর্তে অন্য কাউকে মনোনয়ন দিলে বিজয়ের প্রান্তে যেতে অনেক বাঁধা পার হতে হবে। এছাড়াও আবু সুফিয়ান দীর্ঘদিন চট্টগ্রাম-৮ আসনে কাজ করছেন এবং দুইবার এমপি পদে এই আসন থেকে অংশ নিয়ে পরাজিত হয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল