আজ নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচন। ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপ্রাপ্ত জোহরান মামদানির (৩৪) বিরুদ্ধে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী (দলীয় মনোনয়ন লাভে ব্যর্থ) নিউইয়র্কের সাবেক ডেমোক্র্যাট গভর্নর এন্ড্রু ক্যুমো (৬৭)। ধারণা করা হচ্ছে, এই দুজনের লড়াই হবে হাড্ডাহাড্ডি।
রিপাবলিকান পার্টির প্রার্থী কার্টিজ স্লিওয়াও রয়েছেন দৌড়ে, তবে তার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। যুক্তরাষ্ট্রে মুসলিম ও ইমিগ্র্যান্ট অধ্যুষিত সিটি হিসেবে নিউইয়র্কের ভোটারেরা এবার জোহরান মামদানির প্রতি ঝুঁকেছেন। সংশ্লিষ্টরা বলছেন, এই সিটির সিংহভাগ ভোটারই ডেমোক্র্যাট হিসেবে তালিকাভুক্ত হওয়ায় মামদানির বিজয় নিয়ে কোনো দুশ্চিন্তার অবকাশ থাকার কথা নয়। তবে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোহরানকে ‘কমিউনিস্ট’ হিসেবে চিহ্নিত করে তার প্রধান প্রতিপক্ষ ক্যুমোর প্রতি নিজের দুর্বলতার জানান দিয়েছেন। উল্লেখ্য, মামদানি বিজয়ী হলে তিনি হবেন এই সিটির কনিষ্ঠতম মেয়র। আর ক্যুমো বিজয়ী হলে তিনি হবেন স্টেট গভর্নরের মতো পদে ১১ বছর দায়িত্ব পালনের পর নারী কেলেংকারিতে জড়িত থাকার অভিযোগ নিয়ে পদত্যাগী একজন।