যুদ্ধবিধ্বস্ত সুদানে আরএসএফ মিলিশিয়াদের হাতে অপহৃত হন এক ভারতীয় নাগরিক। ভিডিও ফুটেজে দেখা গেছে, ওড়িশার জগৎসিংহপুর জেলার বাসিন্দা আদর্শ বেহেরা (৩৬) দু’জন সশস্ত্র আরএসএফ সদস্যের মাঝখানে বসে আছেন। তাদের একজন তাকে প্রশ্ন করছেন, তুমি কি শাহরুখ খানকে চেনো? আরেকজন তাকে ক্যামেরার সামনে বলতে বাধ্য করছেন, দাগালো গুড। উল্লেখ্য, ‘দাগালো’ বলতে আরএসএফের প্রধান মোহাম্মদ হামদান দাগালো বা ‘হেমেতি’কে বোঝানো হচ্ছে।
সূত্রের বরাতে জানা গেছে, আদর্শ বেহেরা আল ফাশির শহর থেকে অপহৃত হন। শগরটি খার্তুম থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে। ধারণা করা হচ্ছে, তাকে দক্ষিণ দারফুরের রাজধানী নিয়ালা শহরে নিয়ে যাওয়া হয়েছে।
বেহেরা ২০২২ সাল থেকে সুদানে সুকারতি প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ করছিলেন। তার পরিবারের সঙ্গে কথা বলেছে এনডিটিভি। তার স্ত্রী সুস্মিতা জানান, তাদের দুটি সন্তান রয়েছে, এক জন আট বছরের, অন্যজনের তিন।
পরিবারের দেওয়া আরেকটি ভিডিওতে আদর্শকে হাত জোড় করে বলতে শোনা যায়, আমি আল ফাশিরে আছি, পরিস্থিতি খুবই খারাপ। দুই বছর ধরে কষ্টে আছি। আমার পরিবার খুব উদ্বিগ্ন। দয়া করে আমাকে সাহায্য করুন।
আরএসএফ উট এবং সশস্ত্র টয়োটা গাড়িতে করে দীর্ঘদিনের অবরোধের পর আল ফাশির দখল করে। আন্তর্জাতিক অপরাধ আদালত সতর্ক করেছে, আরএসএফের বিরুদ্ধে গণহত্যা, ধর্ষণ ও যুদ্ধাপরাধের অভিযোগ উঠতে পারে।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল