ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথির পলিটিক্যাল ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-ফারাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলি যুদ্ধাপরাধীদের জবাব দিতে ইয়েমেন সম্পূর্ণভাবে প্রস্তুত।
আল-ফারাহ বলেন, জায়োনিস্ট যুদ্ধাপরাধীদের হুমকি হলো আগ্রাসী নীতিকে ন্যায্যতা দেওয়ার একটি আবরণ মাত্র। যা তাদের আক্রমণের ইতিহাসকে মুছে দিতে পারে না। তিনি সতর্ক করে দেন, যারা ভীতি প্রদর্শনের উপর নির্ভর করে, তারা সব ক্ষেত্রে আমাদের অনুরূপ জবাব পাবে।
আল-ফারাহ তাঁর এক্স অ্যাকাউন্টে বলেন, ইয়েমেন প্রচারমূলক কৌশল বা সংবাদপত্রের বাগাড়ম্বর দিয়ে নয়, বরং ব্যবহারিক পদক্ষেপের মাধ্যমে জবাব দিতে প্রস্তুত। তিনি উল্লেখ করেন, প্রতিটি শত্রুতাপূর্ণ পদক্ষেপকে এমন একটি রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত মূল্যে পরিণত করা হবে যা সেই সত্তার উপর চাপ সৃষ্টি করবে এবং জায়োনিস্ট যুদ্ধাপরাধীদের ইতিহাস ও ভবিষ্যতকে ধ্বংস করবে।
তিনি আরও বলেন, হুথি একক আঞ্চলিক মেরু চাপিয়ে দেওয়া এবং যেকোনো বিরোধীকে বশ করার লক্ষ্যকে স্বীকৃতি দেয় না। ইয়েমেন অপরাধমূলক হুমকি দেয় না, বরং তারা ঘোষণা করে যে, যেকোনো আগ্রাসনের কঠোর মূল্য নিশ্চিত করতে তারা প্রস্তুত।
গাজায় গণহত্যা বৃদ্ধির পর থেকে ইয়েমেনের নৌ ও ক্ষেপণাস্ত্র অভিযান লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট ব্যক্তি এবং তাদের অংশীদারদের সাথে যুক্ত জাহাজ লক্ষ্য করে আক্রমণ বৃদ্ধি করেছিলো।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল