বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সাগরপারে দুবলার চরে গতকাল সন্ধ্যায় শুরু হয়েছে ঐতিহাসিক রাস উৎসব। দুবলা জেলেপল্লির আলোরকোলে ২০০ বছর ধরে পালিত হয়ে আসছে হিন্দু সম্প্রদায়ের এ ধর্মীয় উৎসব। রাসপূর্ণিমার তিথিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হিন্দুধর্মাবলম্বীরা সেখানে রাধাকৃষ্ণের মন্দিরে পূজার্চনা ও মানতের ভোগ উৎসর্গ করবেন। বুধবার ভোরে সাগরের প্রথম জোয়ারে লোনা জলে স্নানের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এ উৎসব। রাস উৎসব উদ্যাপন কমিটি ও দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘বন বিভাগের অনুমতি নিয়ে মূল পূজাস্থল আলোরকোলে রাধাকৃষ্ণের অস্থায়ী মন্দির নির্মাণ করা হয়েছে। উৎসব কেন্দ্র করে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে ব্যাপারে কমিটি সতর্ক রয়েছে।’
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘এ বছর রাস উৎসবে শুধু হিন্দুধর্মাবলম্বী পুণ্যার্থীরা যেতে পারবেন। এর বাইরে রাস উৎসবের উদ্দেশে কোনো পর্যটক বা অন্য ধর্মের কেউ যেতে পারবেন না।
পুণ্যার্থীদের নিরাপত্তা এবং দুষ্কৃতকারীদের প্রতিহত করতে সুন্দরবনের প্রবেশমুখ, বনের অভ্যন্তর এবং নির্ধারিত রুটগুলোতে কোস্টগার্ড ও বন বিভাগের সদস্যরা নিয়োজিত থাকবেন।’