আমেরিকা থেকে ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম নিয়ে ‘এমভি স্পার এরাইস’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহি:র্নোঙরে পৌঁছেছে। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে স্বাক্ষতির এমওইউ’র আওতায় নগদ ক্রয় চুক্তির মাধ্যমে এসব গম বন্দরে আনা হয়েছে বলে খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ইতোমধ্যে জিটুজি ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। এই চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। যার প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম গত ২৫ অক্টোবর ২০২৫ তারিখে বাংলাদেশে পৌঁছেছিলো। নতুন করে আনা গমের চালানের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। নমুনা পরীক্ষা শেষে দ্রæত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল