পটুয়াখালীর কলাপাড়ায় দূরপাল্লার যাত্রীবাহী পরিবাহনে অভিযান চালিয়ে ৩৫ মণ জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ৩১টি কর্কসিটে বোঝাই করে মৎস্য বন্দর মহিপুর-আলীপুর থেকে বিভিন্ন স্থানে এসব জাটকা ইলিশ চালান করছিল ব্যবসায়ীরা।
রবিবার রাতে কলাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ডে ৬টি যাত্রীবাহী পরিবাহনে তল্লাসী চালিয়ে এ পরিমাণ জাটকা ইলিশ জব্দ করেন। পরে এসব জাটকা ওই রাতে বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করে হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ পরিমাণ জাটকা ইলিশ জব্দ করেন। এ সময় বাস চালকদের ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
বিডি প্রতিদিন/এএম