চলনবিলের জলজ প্রাণিকূল ও জীববৈচিত্র্য রক্ষায় দিনভর প্রচারণা চালিয়েছে মৎস্য অধিদপ্তর। একই সাথে তিন লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার দিনব্যাপী চলনবিলের সিংড়া-টু-তাড়াশ সড়কের শহরবাড়ি, কয়ড়াবাড়ি, কান্তনগর ও পেট্রোবাংলা পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তিন লক্ষাধিক টাকা মূল্যের শতাধিক চায়না জাল জব্দ করে প্রশাসন। পরে শহরবাড়ি এলাকায় জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়।
এসময় বিলের জলজ জীববৈচিত্র্য ও শামুক, ঝিনুক রক্ষায় বিভিন্ন পয়েন্টে পথসভা ও প্রচারণা চালান নাটোর জেলা মৎস্য কর্মকর্তা ওমর আলী। উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পরিবেশ কর্মী রিপন হোসেন, থানা পুলিশ ও মৎস্য অধিদপ্তরের লোকজন।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, বর্ষার শেষ ভাগে নতুন করে চায়না জালে চলনবিল ভরে গেছে। বিলের শামুক, ঝিনুক, কাঁকড়া এবং জলজ জীববৈচিত্র্যে মারা পড়ছে। প্রশাসনের পাশাপাশি তারাও সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন।
নাটোর জেলা মৎস্য কর্মকর্তা ওমর আলী বলেন, অসাধু ব্যক্তিরা চায়না জাল দিয়ে মাছ ও জীববৈচিত্র্য নিধন করছে। সচেতনতার পাশাপাশি অভিযান চালানো হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম