সংস্কারের অভাবে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে মওলানা ভাসানী সেতু সংযোগ সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ, ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে। ১৫ কিলোমিটার দীর্ঘ এ রাস্তায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারী। বিশেষ করে সড়কের বেলকা কদমতলী স্থানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, সুন্দরগঞ্জ থেকে মওলানা ভাসানী সেতু পর্যন্ত সড়ক দিয়ে প্রতিদিন উপজেলার পূর্বাঞ্চল হরিপুর, কঞ্চিবাড়ি, শান্তিরাম, চণ্ডিপুর, শ্রীপুর, কাপাসিয়া ইউনিয়নের বাসিন্দাসহ বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। অত্যন্ত ব্যস্ত সড়ক এটি। এ সড়কের বিভিন্ন স্থানে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। ওই সব স্থানে ট্রাক, মাইক্রোবাস, ব্যাটারিচালিত অটোরিকশা ঝুঁকি নিয়ে চলাচল করছে। রাতের অন্ধকারে যানবাহন চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা জানান, পানির তোড়ে সড়কের বেলকা কদমতলীতে গর্ত সৃষ্টি হয়। স্থানীয় স্কুল শিক্ষক মো. জালাল উদ্দিন বলেন, ওই সড়কের দুই পাশে অন্তত ৩০টি স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটি মেরামত অত্যন্ত জরুরি। বেলকা বাজারের ব্যবসায়ী মো. আবদুর রাজ্জাক মিয়া বলেন, পূর্ব অঞ্চলের সঙ্গে উপজেলার যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে এ সড়কটি। প্রতিদিন হাজার যানবাহন চলাচল করে এ সড়ক দিয়ে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী বলেন, সড়কের ছোট-বড় গর্ত মেরামতের জন্য জরুরি ভিত্তিতে চাহিদা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাজ কুমার বিশ্বাস বলেন, এলজিইডির উপজেলা প্রকৌশলীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।