চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি হু হু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীতে পানি এক লাফে বেড়েছে ৮২ সে.মিটার। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে সারা দেশে ও ভারতে ভারী বৃষ্টিপাত হয়েছে। এ কারণেই পানি বাড়ছে। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, পদ্মা নদীর পাঙ্খা পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ২২.০৫ মিটার। বর্তমানে সেখানে পানির সমতল রয়েছে ১৭.৭৮ মিটার। গতকাল সকাল ৯টা ও পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মহানন্দা নদীতে পানি বেড়েছে ২৫ সে.মিটার এবং পুনর্ভবা নদীর পানি বেড়েছে ১৯ সে.মিটার।