বরিশালের উজিরপুরে ইদুর থেকে ধানের বীজ রক্ষায় নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে উপজেলার মুগাকাঠি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত কৃষক হলেন-মুগাকাঠি গ্রামের কাশেম মৃধার ছেলে মুজাফফর মৃধা (৭৫)।
মৃত কৃষকের পরিবারের বরাতে উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন, বাড়ির পাশে ধানের বীজ ক্ষেত রয়েছে কৃষক মুজাফফর মৃধার। ওই ধানের বীজ ইদুর নষ্ট করে ফেলে। তাই ইদুর মারা জন্য ক্ষেতের চারপাশে বৈদ্যুতিক ফাঁদ পাতেন। বেলা ১২টার দিকে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন না করে ক্ষেতে যায়। ইদুর মারার ওই ফাঁদে আটকে কৃষক মুজাফফর মৃধা বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতির উজিরপুর অফিসের সহকারী ম্যানেজার মো. সেলিম শেখ জানান, ইদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পাতা অবৈধ ও শাস্তির যোগ্য অপরাধ। ফাঁদ পাতা বন্ধে নিয়মিত অভিযান করা হয়। কিন্তু তবুও কৃষকরা নির্দেশনা মানছেন না।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, যেখানেই বৈদ্যুতিক ফাঁদ পাতা হবে সেখানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাস্তি প্রদান করা হবে।
বিডি প্রতিদিন/এএম