চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল থেকে পড়ে ফজিলাতুন্নেছা (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে পটিয়ার মনসা বাদামতলের নয়াহাট সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজিলাতুন্নেছা মাগুরা জেলার মহেশপুর থানার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।
পটিয়া হাইওয়ে থানার সার্জেন্ট ওয়াসিম আরাফাত জানিয়েছেন, ওই নারী তার স্বামী আলিমুজ্জামান সুজন ও তাদের শিশুসন্তানকে নিয়ে মোটরসাাইকেলে করে কক্সবাজার যাচ্ছিলেন। যাত্রাপথে পটিয়ার নয়াহাট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনই পড়ে যান। এসময় ঘটনাস্থলেই ফজিলাতুন্নেছার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
বিডি প্রতিদিন/এএম