ঢাকার গুলশানে ব্লিস আর্ট লাউঞ্জ বারে কর্মচারীদের মারধরে ব্যবসায়ী দবিরুল ইসলাম নিহতের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন দুই আসামি প্লাবন ও রাকিব। এ ছাড়া অপর পাঁচ আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
তিন দিনের রিমান্ড শেষে গতকাল সাতজনকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক এ বি সিদ্দিক। আসামি প্লাবন ও রাকিবের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড এবং বারের ব্যবস্থাপক শামীম আহমেদ সুমন, রাজু আহমেদ, তোফাজ্জল হোসেন তপু, কাউসার ও রুবেল মাহমুদকে কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম জি এম ফারহান ইশতিয়াক আসামি প্লাবন এবং আরেক মহানগর হাকিম আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ আসামি রাকিবের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়। অপর পাঁচ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম ওয়াহিদুজ্জামান।
গত বৃহস্পতিবার তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর হয় বলে জানিয়েছেন এসআই মোক্তার।