রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসন। এ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন সাতজন। জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন ইতোমধ্যে তাদের প্রার্থী ঘোষণা করেছে। বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা হলেন-কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা রফিক হাওলাদার, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা গোলাম আজম সৈকত, জাতীয়তাবাদী গবেষণা পরিষদের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম, জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের সহসভাপতি শিক্ষাবিদ ড. জাকারিয়া লিংকন এবং ৫ আগস্টের আগে বিএনপিতে যোগ দেওয়া কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী রাজাপুর উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা হেমায়েত উদ্দিন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জেলা শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম আল হাদি। এ ছাড়া বিএনপি থেকে পদত্যাগ করা মিডিয়া ব্যক্তিত্ব ড. ফয়জুল হক স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। রফিকুল ইসলাম জামাল বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখতে গিয়ে জেল, জুলুম, হামলা-মামলার শিকার হয়েছি। দুর্দিনে নেতা-কর্মীদের পাশে ছিলাম। দল এবার আমাকে মনোনয়ন দিয়ে এই ত্যাগের মূল্যায়ন করবে বলে আশাবাদী।’
রফিক হাওলাদার বলেন, ‘বেশির ভাগ সময় জেলে না হয় ফেরার জীবন কেটেছে। মাঝে মাঝে নিখোঁজ থাকার পর পরিবার আমাকে জেলে খুঁজে পেয়েছে। আমার ব্যবসাপ্রতিষ্ঠান প্রায় শেষ হয়ে গেছে। সে হিসাবে দল আমাকে বিবেচনা করবে, ইনশাল্লাহ।’ হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, ‘ওয়াশিংটন ডিসিতে ওয়ার্ল্ড ব্যাংকের সামনে শেখ হাসিনার আগমনের প্রতিবাদে বিক্ষোভে প্রথম সারিতে নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়েছিল আমার। হাসিনা যতবার ওয়াশিংটন ডিসিতে গেছেন, ততবারই তার বিরুদ্ধে আন্দোলন করেছি। ১২ বছর দেশে আসতে পারিনি। মায়ের মৃত্যুতে তার জানাজায় অংশ নিতে পারিনি। দলের মনোনয়নের ব্যাপারে আমি আশাবাদী।’ গোলাম আজম সৈকত বলেন, ‘আমি গত দুই নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলাম। আমি এ আসনে দলের জন্য ব্যাপক কাজ করে যাচ্ছি।’ ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম ২০০১ সাল থেকে প্রায় সব নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে আসছেন। এক যুগ ধরে জনসেবামূলক বিভিন্ন কাজ করে যাচ্ছেন। এদিকে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ড. ফয়জুল হক ইসলামী দলগুলো থেকে সমর্থন নেওয়ার চেষ্টা করছেন।