দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ১৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ৭১ হাজার ৬৭৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মারা গেছেন ২৮৩ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৩ জন, চট্টগ্রামে ১০৮ জন, খুলনায় ১৫৪ জন, ময়মনসিংহে ৮৭ জন, রাজশাহীতে ৯৮ জন, সিলেটে আটজন এবং ঢাকায় (সিটি করপোরেশনের বাইরে) ৭৬ জন, ঢাকা উত্তর সিটিতে ২৬১ জন ও ঢাকা দক্ষিণ সিটিতে ১৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ঢাকায় চারজন এবং রাজশাহীতে একজন মারা গেছেন।