সৌদি আরবের মিউনিসিপ্যালিটি ও হাউজিং মন্ত্রণালয় নতুন নিয়মাবলি ঘোষণা করেছে, যার মাধ্যমে আবাসিক এলাকায় ফুড ট্রাক চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। দেশব্যাপী এই উদ্যোগের উদ্দেশ্য হলো জননিরাপত্তা বৃদ্ধি এবং ট্রাফিক ব্যাঘাত কমানো। খবর গালফ নিউজের।
নতুন নিয়মে বলা হয়েছে, মোবাইল ফুড ভেন্ডররা ট্রাফিক সিগন্যাল, সড়ক সংযোগ বা প্রধান ও মাধ্যমিক রাস্তার প্রবেশ-প্রস্থান এলাকায় পার্ক করতে পারবে না। এছাড়া, উচ্চ ট্রাফিক এলাকা বা ফুয়েল স্টেশনের ১০ মিটার ভেতরে ফুড ট্রাক স্থাপনও নিষিদ্ধ।
জনশৃঙ্খলা রক্ষার জন্য ফুড ট্রাকে লাউডস্পিকার ব্যবহারের পাশাপাশি ধূমপানও নিষিদ্ধ করা হয়েছে।
প্রধান লক্ষ্য হলো বৃদ্ধি পাওয়া মোবাইল ফুড সেক্টরকে সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং পথচারী, চালক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা। নতুন নিয়মে ফুড ট্রাক অপারেটরদের অনুমোদিত এলাকায় চলাচল করতে হবে এবং অনুমোদিত পারমিট নিতে হবে।
মন্ত্রণালয় ব্যবসায়ীদের নতুন নিয়মাবলির সঙ্গে মানিয়ে চলার আহ্বান জানিয়ে জানিয়েছে, স্থানীয় মিউনিসিপ্যালিটির সহযোগিতায় নিয়মের কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।
সূত্র: গালফ নিউজ
বিডি প্রতিদিন/মুসা