রাজধানীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই পানির সংকট দেখা দিচ্ছে। তবে এবার এই সংকট মারাত্মক আকার ধারণ করেছে মোহাম্মদপুর থানার লালমাটিয়াসহ বেশ কিছু এলাকায়। কয়েকদিন ধরে এই এলাকার মানুষ পানির জন্য চরম দুর্ভোগে পড়েছেন।
লালমাটিয়া ছাড়াও মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকা থেকেও একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, টানা কয়েকদিন ধরে ওয়াসার পানি সরবরাহ বন্ধ থাকায় দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। এতে বিশেষ করে নারী ও প্রবীণরা সবচেয়ে বেশি সমস্যায় ভুগছেন।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক আমির খসরু ফেসবুকে লেখেন, ‘এক ফোঁটাও পানি নাই লালমাটিয়ার বি ব্লকসহ বিশাল এলাকায়। ওয়াসাসহ দেখার কি কেউ নাই?’
তাঁর পোস্টের নিচে মাহবুব আলম নামে এক ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘পাশেই ওয়াসা, তাও দেখার কেউ নাই।’
স্থানীয়রা জানান, পানির সংকট নিয়ে বহুবার অভিযোগ জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দ্রুত সমস্যার সমাধান ও নিয়মিত পানি সরবরাহের দাবি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/আশিক