গাইবান্ধার সাদুল্লাপুরে ৬৮ বছর বয়সী এক বৃদ্ধাকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগে প্রধান আসামি আইয়ুব আলীকে (৪৫) ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত আইয়ুব আলী ধাপেরহাট ইউনিয়নের আলীনগর গ্রামের বাসিন্দা।
রবিবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা থেকে তাকে গ্রেফতার করে সাদুল্লাপুর থানা পুলিশ। পরে রাতেই সড়কপথে সাদুল্লাপুরে আনা হয় এবং সোমবার (৩ নভেম্বর) আদালতে সোপর্দ করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, ১৯ অক্টোবর দুপুরে ধাপেরহাটের আলীনগর গ্রামের একটি ফাঁকা মাঠে ছাগল আনতে যাওয়ার সময় আইয়ুব আলী বৃদ্ধাকে হাত-পা বেঁধে ধর্ষণ করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে মামলা দায়ের করেছেন সাদুল্লাপুর থানায়। গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার রাজিব আহমেদ সংবাদ সম্মেলনে গ্রেফতারের তথ্য জানান।
বিডি-প্রতিদিন/মাইনুল