ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে চোট পাওয়া নুরুল হাসান সোহানকে মাঠের বাইরে থাকতে হতে পারে আরও কিছু দিন। ফলে আসন্ন আয়ারল্যান্ড সিরিজে তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। একই সঙ্গে চোটে ভুগছেন পেসার শরিফুল ইসলাম ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিনও।
গত শুক্রবার চট্টগ্রামে তৃতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিং করার সময় অ্যাঙ্কেলে চোট পান সোহান। ব্যথায় কাতর অবস্থায় অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়তে হয় তাকে। পরে স্থানীয় হাসপাতালে তার পায়ে প্লাস্টার করা হয়। ঢাকায় ফেরার পর রোববার করা এমআরআই রিপোর্টে কোনো হাড়ভাঙা ধরা না পড়লেও ধরা পড়েছে অ্যাঙ্কেল স্প্রেইন।
বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী জানিয়েছেন,'সোহানের অ্যাঙ্কেল স্প্রেইন আছে। আপাতত তাকে অন্তত এক সপ্তাহ বিশ্রাম দেওয়া হয়েছে। এরপর ফিজিওথেরাপি শুরু হবে, তারপর অবস্থার রিভিউ করা হবে।'
তিনি আরও বলেন,'এ ধরনের চোটের পর মাঠে ফিরতে সময় লাগে। সামনে আয়ারল্যান্ড সিরিজ শুরু হচ্ছে টেস্ট দিয়ে, যেখানে পাঁচ দিন উইকেট-কিপিং ও ব্যাটিংয়ের চাপ নিতে হয়। ফিটনেস পুরোপুরি ফিরে না পেলে সেটা ঝুঁকিপূর্ণ।'
টেস্ট স্কোয়াডে সোহানের থাকার সম্ভাবনা আগেই ছিল না। সবশেষ টেস্ট খেলেছেন তিনি ২০২৩ সালের ডিসেম্বরে। তবে ২৭ নভেম্বর শুরু হতে যাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে পাওয়া যাবে কি না, তা নিয়ে এখন অনিশ্চয়তা।
সোহান অবশ্য আশাবাদী দ্রুত সেরে ওঠা নিয়ে। তিনি বলেন,'আজ (মঙ্গলবার) রিপোর্ট দেখিয়েছি। এক সপ্তাহ বিশ্রাম দেওয়া হয়েছে, তারপর ফিজিও শুরু হবে। আশা করি খুব বেশি সময় লাগবে না, তবে সবকিছু নির্ভর করছে রিহ্যাব কেমন হয় তার ওপর।'
এদিকে সোহানের চোট পাওয়ার ম্যাচেই মাঠে নামা পেসার শরিফুল ইসলামকেও বিশ্রাম দেওয়া হয়েছে। বিসিবির প্রধান চিকিৎসক জানান,'শরিফুলের মাসল স্ট্রেইন আছে। এক সপ্তাহ বিশ্রামে থাকবে, তারপর রিভিউ করা হবে।'
অন্যদিকে অলরাউন্ডার সাইফ উদ্দিনও অ্যাঙ্কেলের চোটে ভুগছেন। তাকেও অন্তত এক সপ্তাহ বিশ্রাম নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা