গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫ কেজি গাঁজাসহ ছাদেক হোসাইন (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সাদেক হোসেন কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী এলাকার জাফর আলমের ছেলে।
সোমবার (৩ নভেম্বর) সকালে উপজেলার চাপড়িগঞ্জ এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে এসব গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সাকলে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার চাপড়িগঞ্জ এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি চালানো হয়। এসময় একটি যাত্রীবাহী বাস থেকে ৫ কেজি গাঁজা জব্দসহ সাদেক হোসেনকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, প্রথমিক জিজ্ঞাবাদে গ্রেপ্তার সাদেক হোসাইন স্বীকার করেছেন কুড়িগ্রামের ফুলবাড়ি এলাকা থেকে গাঁজাগুলো কিনে নাটোরে উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম