দেশের পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলতে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী বিএনপির সঙ্গে কোনো ঝগড়ায় লিপ্ত হতে চায় না। যা-ই করতেছেন এবার বন্ধ করুন। আসুন আমরা একসঙ্গে বসি। দেশের এই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি। বিএনপিকে আহ্বান করব একসঙ্গে বসার। আমরা আলোচনা করব কীভাবে সত্যিকার অর্থে একটা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ তৈরি হবে।’ গতকাল রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জামায়াত আয়োজিত ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আবদুল হালিম, মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন প্রমুখ।
জামায়াতের নায়েবে আমির বলেন, গণভোট ইস্যুতে বিএনপি বলেছে গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হতে হবে। কিন্তু গণভোট এক ধরনের বিষয়, আর সংস্কার এক বিষয়। কারণ সংস্কার তো যে কোনো সময় করা যায় আর নির্বাচন তো পাঁচ বছরের একটা বিষয়। নির্বাচন তো ক্ষমতার পালাবদলের। তিনি আরও বলেন, সরকার কমপ্র্রোমাইজের মাধ্যমে সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করছে। এটা কোনো হালুয়া রুটির ভাগাভাগি নয়। ফ্যাসিবাদ পতনের পর গুণগত পরিবর্তনের প্রত্যাশা ছিল, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো পরিবর্তন আসেনি। সরকারপ্রধান হিসেবে ড. ইউনূস অনন্য গত এক বছরে তা তিনি প্রমাণ করেছেন। সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘রাজনীতির অনেক খেলা আছে, আমরা খেলতে চাই না। সোমবার জামায়াতের দলীয় বৈঠক রয়েছে। সেখানে আমাদের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হবে।’