সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফের একটি দল প্রবেশ করার অভিযোগ পাওয়া গেছে। জকিগঞ্জের রসুলপুর সীমান্ত দিয়ে বিএসএফ প্রবেশ করে কৃষকদের ক্ষেতের কয়েকটি বাঁশের খুঁটি উপড়ে ফেলে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। পরে স্থানীয়দের প্রতিরোধ ও বিজিবিরি হস্তক্ষেপে বিএসএফ পিছু হটে।
রবিবার (২ নভেম্বর) সকালে সিলেটের জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ’র অনুপ্রবেশের ঘটনায় বিজিবি তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়েছে। ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে বিএসএফকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/জামশেদ