২ নভেম্বর রবিবার ভোর রাত ২টায় যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে ১টা করা হয়েছে অর্থাৎ ওই সময় থেকে শুরু হয়েছে স্ট্যান্ডার্ড টাইম টেবল। এ বিধি অব্যাহত থাকবে ৮ মার্চ ভোর রাত ২টা পর্যন্ত অর্থাৎ পুনরায় শুরু হবে ‘ডে লাইট স্যাভিঙ্গস টাইম’।
সূর্যের আলোকে কাজে লাগানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সিংহভাগ এলাকায় এ রকম বিধি কার্যকর হয়ে আসছে বহুদিন ধরে। স্ট্যান্ডার্ড টাইম টেবল শুরু হওয়ায় নিউইয়র্কে যখন দুপুর ১২টা বাজবে, ঢাকায় তখন হবে রাত ১১টা।