রাজধানীর উত্তর বাড্ডা এলাকার একটি বাড়ির নিচতলার গুদাম থেকে দুজনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল উত্তর বাড্ডা পূর্বাঞ্চল ২ নম্বর লেনের বাসা থেকে লাশ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। একটি নিখোঁজের জিডির সূত্র ধরে পুলিশ ধারণা করছে, লাশ দুটি ওই ভবনের পাশে থাকা একটি মাদ্রাসার দারোয়ান সাইফুল (৩০) ও বুয়া শাকিলার (২৮)। তবে পরিচয় শনাক্ত করতে তাদের ডিএনএ টেস্ট করা হবে। লাশ বেশি পচে যাওয়ায় এটি হত্যাকাণ্ড কি না সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ। ডিএমপির বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) সফিকুল ইসলাম বলেন, যে ভবনটি থেকে লাশ উদ্ধার করা হয়েছে সেটি তৃতীয় তলা। বাড়ির মালিকের নাম আতিক। বাড়িটির নিচতলায় কেউ থাকেন না। সেখানে পাশে থাকা ইবনে কাসীর ক্যাডেট মাদ্রাসার জেনারেটর রুম ও একটি গুদাম রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় তলার বাসিন্দারা সম্প্রতি গ্রামের বাড়িতে গিয়েছিলেন।
গত শনিবার বাসায় ফিরে নিচতলায় পচা গন্ধ পান বাড়িওয়ালা আতিক। পরে খুঁজে বেশ কয়েকটি মরা ইঁদুর দেখে তা ফেলে দেন। সকালে উঠে আবারও গন্ধ পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে বাসার নিচতলায় গোডাউনে দুজনের লাশ দেখে পুলিশে খবর দেন তিনি। এসি সফিকুল ইসলাম আরও বলেন, সম্প্রতি মাদ্রাসাটির দারোয়ান সাইফুল ও বুয়া শাকিলা নিখোঁজ হন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। যেহেতু লাশ উদ্ধার হওয়া বাসার গেটের চাবি নিখোঁজ সাইফুলের কাছে ছিল- সেক্ষেত্রে আমরা ধারণা করছি লাশ দুটি সাইফুল ও শাকিলার। ডিএনএ টেস্টে পরিচয় শনাক্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। লাশ দুটি বেশি পচে যাওয়ায় আঘাতের চিহ্ন বোঝার উপায় নেই। ফলে এটি হত্যাকাণ্ড কি না সেটি নিশ্চিত হওয়া যায়নি।
পরিচয় শনাক্তের পর পরবর্তী তদন্তে অন্য বিষয়গুলো বেরিয়ে আসবে বলেও জানান সফিকুল ইসলাম।